চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলাধীন বোয়ালজুর ইউনিয়নের চান্দাইরপাড়া গ্রামে এক মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত। চান্দাইরপাড়া গ্রামের নামানুসারে এই মাদরাসাটি ফুরকানিয়া ও হাফিজিয়া মাদরাসা হিসেবে ১লা জানুয়ারী ১৯৮০ইং সনে স্থানীয় মিয়াচান্দাই মিয়ারাস্তি শাহী ঈদ্গাহ এর ভূমির উপর সূচনা হয়। ১৯৮১ সন হতে মাদ্রাসায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুসরণ করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পরিচালিত হয়ে আসছে। ইহা দেশ ও জাতির নেতৃত্বদানকারী আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক ছাড়াও সাধারণ শিক্ষার উচ্চ স্তরের শিক্ষাবিদ এবং বিভিন্ন বিষয়ে পারদর্শীসহ রাষ্ট্রপরিচালনার অনেক যোগ্য কর্মকর্তা ও নেতা সৃষ্টি করেছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই রাষ্ট্র ও সমাজের অনেক উচ্চস্তরে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।
আমরা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে সুধী মহলের আন্তরীক সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। যারা এ প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগীতা করে ইন্তেকাল করেছেন আমরা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান আদর্শ মানুষ গড়ার কেন্দ্রবিন্দু হিসাবে বৃহত্তর সিলেট বিভাগে ইসলামী শিক্ষাদরদী জনগণের সত্যিকার আশার আলো হউক, এটাই রাব্বুল আলামীনের কাছে আমাদের প্রার্থনা।
মোহাম্মদ ছরওয়ারে জাহান
অধ্যক্ষ